২০ জানুয়ারি, ২০১৯ ১২:১৪

আদালতের রায়ে কঙ্গোর প্রেসিডেন্ট ফেলিক্স শিসেকেদি

অনলাইন ডেস্ক

আদালতের রায়ে কঙ্গোর প্রেসিডেন্ট ফেলিক্স শিসেকেদি

ফেলিক্স শিসেকেদি

কঙ্গোতে প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধী দলীয় প্রার্থী ফেলিক্স শিসেকেদির বিজয়ের পক্ষে রায় দিয়েছে দেশটির সাংবিধানিক আদালত। 

গত ৩০ শে ডিসেম্বর অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ফেলিক্স শিসেকেদি বিজয়ের বিরুদ্ধে আপিল করেন আরেক বিরোধী দলীয় প্রার্থী মার্টিন ফায়ুলু। কিন্তু সেই আপিল প্রত্যাখ্যান করেছে আদালত। 

আদালত জানায়, নির্বাচন কমিশন যে মিথ্যা ফল ঘোষণা করেছে তা প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন মার্টিন ফায়ুলু। তাই ফেলিক্স শিসেকেদি হলেন সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে কঙ্গোর প্রেসিডেন্ট। 

এদিকে, সাংবিধানিক আদালত ফেলিক্স শিসেকেদিকে বিজয়ী ঘোষণা করে রায় বহাল রাখলেও মার্টিন ফায়ুলু দাবি করেছেন তিনিই কঙ্গোর বৈধ প্রেসিডেন্ট। পাশাপাশি তিনি নির্বাচনের সরকারি ফলকে স্বীকৃতি না দিতে আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি।

 


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর