২১ জানুয়ারি, ২০১৯ ০২:২৩

লিবিয়া উপকূলে নৌকা ডুবিতে ১৭০ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক

লিবিয়া উপকূলে নৌকা ডুবিতে ১৭০ জনের মৃত্যু

ফাইল ছবি

লিবিয়া উপকূলের ভূমধ্যসাগরে আফ্রিকার শরণার্থীদের দুটি পৃথক নৌকা ডুবে ১৭০ জনের মৃত্যু হয়েছে। শরণার্থী নৌকাটিতে একজন গর্ভবতী নারী এবং দুজন শিশুসহ ১০ নারী ছিলেন। শিশুদের মধ্যে একজনের বয়স মাত্র দুমাস। 

বৃহস্পাতি ও শনিবারে পৃথক দুই নৌকা ডুবিতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ইতালি উদ্ধারকর্মীরা তাদের উদ্ধারের চেষ্টা করছে। এঘটনায় মাত্র তিনজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। 

জাতিসংঘের শরণার্থী হাইকমিশনার ফিলিপ্পো গ্রানডি এক সংবাদ সম্মেলনে বলেন, ইউরোপের দোরগোড়ায় মৃত্যুবরণকারী সংখ্যালঘুদের থেকে আমরা আমাদের অন্ধ চোখ ঘুরিয়ে নিতে পারি না। শরণার্থীদের সমুদ্রে দুর্দশায় জীবন বাঁচাতে কোনো প্রচেষ্টা বা তাদের রক্ষা করা উচিত।

তবে আন্তর্জাতিক শরণার্থী সংস্থা নিহতদের সঠিক সংখ্যা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। এর আগে গত বছর ২ হাজার ২শ শরণার্থী সমুদ্র পাড়ি দিতে গিয়ে মারা যায়। সূত্র : স্কাই নিউজ


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর