২১ জানুয়ারি, ২০১৯ ১৪:২৬

সিরিয়ার মানবিজের নিয়ন্ত্রণ নিতে প্রস্তুত তুরস্ক!

অনলাইন ডেস্ক

সিরিয়ার মানবিজের নিয়ন্ত্রণ নিতে প্রস্তুত তুরস্ক!

সিরিয়ার মানবিজের নিয়ন্ত্রণ নিতে প্রস্তুত রয়েছে তুরস্ক! সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেটকে (আইএস) পরাজিত করে মার্কিন সমর্থিত কুর্দিশ যোদ্ধারা দখল করে রেখেছে সিরিয়ার মানবিজ। তবে এবার সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর মানবিজের নিয়ন্ত্রণ নিতে আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক।

এক ফোনালাপে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রবিবার বিষয়টি জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

মানবিজের নিরাপত্তার দায়িত্ব নিতে তুরস্ক প্রস্তুত জানিয়ে ট্রাম্পকে এরদোগান বলেন, সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারে গত মাসে ট্রাম্পের সিদ্ধান্ত প্রভাবিত করতে উসকানিমূলক ভাবে মানবিজে সেনাদের ওপর আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে। শহরটি এখনও মার্কিন সমর্থিত কুর্দিশ যোদ্ধাদের নিয়ন্ত্রণে রয়েছে।

এদিকে, সিরিয়ার মানবিজ শহরে বোমা হামলায় আমেরিকার পাঁচ সেনা নিহত হওয়ার পরও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেনা প্রত্যাহারের সিদ্ধান্তে অনড় থাকবেন বলেও আশা প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান।

সম্প্রতি তুরস্ক সফরে ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট কোলিন্দা গ্র্যাবার কিটারোভিচের সঙ্গে রাজধানী আংকারায় যৌথ সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট এরদোগান এসব কথা বলেন। 

গত সপ্তাহে সিরিয়ার কুর্দি নিয়ন্ত্রিত মানবিজ শহরে বোমা বিস্ফোরণে পাঁচ মার্কিন সেনাসহ অন্তত ২০ জন নিহত হয়েছেন। হামলার দায় স্বীকার করেছে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ। হামলার পর মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেছেন, সেনা প্রত্যাহারের কাজ অব্যাহত থাকবে।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর