২১ জানুয়ারি, ২০১৯ ১৬:০৪

রুশ উপকূল থেকে দূরে থাকুন, মার্কিন রণতরীর প্রতি হুঁশিয়ারি মস্কোর

অনলাইন ডেস্ক

রুশ উপকূল থেকে দূরে থাকুন, মার্কিন রণতরীর প্রতি হুঁশিয়ারি মস্কোর

ইউএসএস ডোনাল্ড কুক

রাশিয়া কৃষ্ণসাগরে মোতায়েন মার্কিন ক্ষেপণাস্ত্রবাহী ডেস্ট্রয়ার ইউএসএস ডোনাল্ড কুকের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছে। এতে, রুশ উপকূল থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে বলেছে, ডোনাল্ড কুকের গতিবিধির ওপর কঠোর নজর রাখছে রাশিয়া।

রুশ সিনেটের আলেক্সি পুশকোভ টুইটার বার্তায় এ হুঁশিয়ারি উচ্চারণ দেন।

তিনি বলেন, মার্কিন রণতরী মাঝেমাঝেই কৃষ্ণ সাগর সফর করছে। কৃষ্ণ সাগর সফররত মার্কিন রণতরীর সঙ্গে ওয়াশিংটনের নিরাপত্তার কোনো সম্পর্ক নেই। মার্কিন অভ্যন্তরীণ রাজনীতির কারণেই এসব যুদ্ধ জাহাজ কৃষ্ণ সাগরে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, মার্কিন সিনেটরদের আত্মতুষ্টির জন্য এ সব রণতরী কৃষ্ণসাগর সফর করছে। মার্কিন রণতরীকে রাশিয়ার উপকূল থেকে দূরে থাকার জন্য হুঁশিয়ার উচ্চারণ করেন তিনি।

বিডি প্রতিদিন/২১ জানুয়ারি ২০১৯/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর