২২ জানুয়ারি, ২০১৯ ১৭:১২

কুরিল দ্বীপপুঞ্জ নিয়ে বিরোধ নিরসনে বসছেন পুতিন-আবে

অনলাইন ডেস্ক

কুরিল দ্বীপপুঞ্জ নিয়ে বিরোধ নিরসনে বসছেন পুতিন-আবে

ফাইল ছবি

প্রশান্ত মহাসাগরে অবস্থিত কুরিল দ্বীপপুঞ্জ নিয়ে বিরোধের অবসান ঘটাতে আলোচনায় বসতে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে।  

ওই দ্বীপপুঞ্জ নিয়ে রাশিয়া ও জাপানের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন এ দ্বীপপুঞ্জের কর্তৃত্ব গ্রহণ করলে দেশ দুইটির মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়, যা ৭০ বছর পর এখনো বিদ্যমান রয়েছে।

এবার সেই আঞ্চলিক ইস্যু নিয়ে আলোচনার জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে রাশিয়া যাচ্ছেন জাপানি প্রধানমন্ত্রী সিনজো অ্যাবে। আজ মঙ্গলবার রাশিয়া সফরে যাচ্ছেন তিনি। 

কুরিল দ্বীপপুঞ্জ নিয়ে দুই দেশের মধ্যে কয়েক দশকের বিতর্ক থাকলেও তাদের উদ্যোগের মধ্যে সহযোগিতার আভাস পাওয়া গেছে।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর