২৩ জানুয়ারি, ২০১৯ ০২:৪৭

কাতার সফরে ইমরান খান, গ্যাসের মূল্য নির্ধারণে আলোচনা

অনলাইন ডেস্ক

কাতার সফরে ইমরান খান, গ্যাসের মূল্য নির্ধারণে আলোচনা

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে ইমরান খান

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানির সঙ্গে রাজধানী দোহায় বৈঠক করেছেন। গতকাল ইমরান খান দু' দিনের সফরে কাতার পৌঁছান।

ইমরান খান ও শেখ তামিম দ্বি-পক্ষীয় সম্পর্ক এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে পারস্পরিক স্বার্থ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। কাতারি আমিরের সঙ্গে বৈঠকে ইমরান খান এলএনজি’র দাম কমানো এবং কাতারে পাকিস্তানি নাগরিকদের জন্য কর্মসংস্থানের বিষয় নিয়ে আলোচনা করেন।

সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সময় এলএনজি আমদানির বিষয়ে যে চুক্তি করা হয়েছিল তাতে ইসলামাবাদ অন্তত ৬৩ বিলিয়ন রুপি ক্ষতির মুখে পড়বে। সে ক্ষেত্রে ইমরান খান কাতারকে এলএনজির দাম পর্যালোচনা করে ৪০০ কোটি ডলার কমানোর অনুরোধ করেছেন যা বাজারদরের সঙ্গে সঙ্গতিপূর্ণ।

এর আগে ইমরান খান কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন।  পাক প্রধানমন্ত্রীর সম্মানে রাজধানী দোহার আমিরি দিওয়ানে আনুষ্ঠানিক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া, ইমরান খানকে গার্ড অব অনার দেয়া হয়েছে।  কাতারি প্রধানমন্ত্রী ইমরান খানের সম্মানে নৈশ ভোজের আয়োজন করেন।

কাতারি নেতাদের সঙ্গে আলাচনার পাশাপাশি ইমরান খান দেশটির ব্যবসায়ী সমাজ ও বিনিয়োগকারীদের সঙ্গেও বৈঠক করেন।

বিডি প্রতিদিন/২৩ জানুয়ারি ২০১৯/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর