২৩ জানুয়ারি, ২০১৯ ২০:৪৭
খবর দ্যা মুসলিম টাইমস'র

ক্ষুধার জ্বালায় ৩ সন্তানসহ গায়ে আগুন দিলেন সিরিয়ার নারী শরণার্থী

অনলাইন ডেস্ক

ক্ষুধার জ্বালায় ৩ সন্তানসহ গায়ে আগুন দিলেন সিরিয়ার নারী শরণার্থী

সুনদুস ফাতাল্লাহর তাঁবুতে আগুন জ্বলছে। ছবিঃ সংগৃহীত।

যুদ্ধ বিদ্ধস্ত সিরিয়ায় ঘর বাড়ি হারিয়ে তিন সন্তানকে নিয়ে জর্ডান সীমান্তের শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছিলেন সিরিয়ান নারী সুনদুস ফাতাল্লাহ। সেখানে প্রায় অনাহারেই দিন কাটছিল তাদের। প্রায় এক সপ্তাহ ধরে খাবারের একটি দানাও সন্তানদের মুখে তুলে দিতে পারেননি তিনি। ক্ষুধার জ্বালায় সন্তানদের মরতে দেখে আর সহ্য করতে পারেননি। ক্ষুধার্ত তিন সন্তানকে নিয়ে নিজের তাঁবুতে আগুন ধরিয়ে দেন তিনি। 

আশপাশের তাঁবুতে থাকা শরণার্থীরা ছুটে এসে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। সেখানকার চিকিৎসকরা জানিয়েছেন সুনদুস এবং তার তিন সন্তান আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছেন। পরিস্থিতি সংকটজনক জানিয়ে জর্ডানের সদর হাসপাতালে তাদের স্থানান্তরিত করা হয়েছে।

শুধু এই একটি ঘটনাই সিরিয়ার শরণার্থীদের মর্মান্তিক পরিস্থিতির কথা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে এমন নয়। এর থেকেও শোচনীয় পরিস্থিতির মধ্যে শরণার্থী শিবিরে দিন যাপন করছে সিরিয়ার নারী এবং শিশুরা। জীবন ধারণের ন্যূনতম পরিষেবাও তারা পান না। অর্থ সংকটের পাশাপাশি চরম খাদ্য সংকটের মধ্য দিয়ে দিন যাপন করতে হচ্ছে তাদের। ‌‌


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর