২৩ জানুয়ারি, ২০১৯ ২২:২১

১ যুগ পর জনপ্রিয়তার তলানিতে পুতিন!

নিজস্ব প্রতিবেদক

১ যুগ পর জনপ্রিয়তার তলানিতে পুতিন!

অর্থনৈতিক মন্দাভাব, নিষ্পত্তিযোগ্য আয়ের নিম্নগতি ও অবসরকালীন বয়স বৃদ্ধিতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর আস্থা হারাচ্ছেন রাশিয়ানরা। ২০০৬ সালের পর পুতিনের জনপ্রিয়তা এখন তলানিতে অবস্থান করছে এমনই এক তথ্য উঠে এসেছে এক জরিপে।

রাষ্টীয় জনমত গবেষণা কেন্দ্র পরিচালিত জরিপের তথ্য অনুযায়ী, পুতিনের ওপর আস্থা কমেছে ৩৩ শতাংশেরও বেশি রাশিয়ানের।

২০১৫ সালের জুলাইয়ের জরিপে দেখা যায় পুতিনের ওপর দেশটির ৭১ শতাংশ মানুষের আস্থা ছিল। কারণ হিসেবে বলা হচ্ছে, ২০১৪ সালে ইউক্রেণের কাছ থেকে ক্রিমিয়া উপদ্বীপ দখলের প্রেক্ষিতে পুতিন তখন রাশিয়ানদের আস্থার প্রতীকে পরিণত হন।

গত বছরের ডিসেম্বরে দ্য লেভাডা সেন্টার নামের মস্কোভিত্তিক একটি বেসরকারি জনমত জরিপ বিষয়ক সংস্থার পরিচালিত জরিপ অনুযায়ী, দেশটির ৫৩ শতাংশ মতামত প্রদানকারী পুতিনের নেতৃত্বাধীন রুশ সরকারকে অনুমোদন দিতে অস্বীকৃতি জানান। লেভাডা সেন্টারের দেয়া তথ্যমতে, ২০১৫ সালে পুতিন সরকারের প্রতি আস্থা ৮৯ শতাংশ থেকে নেমে ৬৩ শতাংশতে আসে।

 

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর