শিরোনাম
১৫ ফেব্রুয়ারি, ২০১৯ ১৫:৫২

কাশ্মীরে জঙ্গি হামলা নিয়ে কী বলছে পাকিস্তান?

অনলাইন ডেস্ক

কাশ্মীরে জঙ্গি হামলা নিয়ে কী বলছে পাকিস্তান?

সংগৃহীত ছবি

পুলওয়ামার ভয়াবহ জঙ্গি হামলা নিয়ে মুখ খুলল পাকিস্তান। বিবৃতি জারি করে পাকিস্তান সরকারের দাবি, পুলওয়ামায় যা ঘটেছে, তা গভীর উদ্বেগের বিষয়। একই সঙ্গে ঘটনার পিছনে পাকিস্তানকে দায়ী করে ভারতীয় সংবাদমাধ্যমে যে দাবি করা হচ্ছে, তাকেও খারিজ করে দিয়েছে পাক বিদেশ মন্ত্রালয়।

গতকাল বৃহস্পতিবারের এই হামলার জন্য নাম না করেই পাকিস্তানের দিকে আঙুল তুলেছে ভারত সরকার। পাকিস্তান যাতে সন্ত্রাসবাদীদের মদত না দেয়, সরকারিভাবে সেই দাবিও জানানো হয়েছে। খোদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নাম না করে পাকিস্তানকেই এই ষড়যন্ত্রের জন্য দায়ী করেছেন।

পাক সরকারের দাবি, ‘‘ভারতের দখলে থাকা কাশ্মীরে হামলার ঘটনা গভীর উদ্বেগের। আমরা সব সময়ে বিশ্বের সর্বত্র যে কোনো ধরনের হিংসার ঘটনাকে নিন্দা করি। তদন্ত না করেই ভারতীয় সংবাদমাধ্যম এবং সরকারের পক্ষ থেকে এই হামলার সঙ্গে পাকিস্তানের নাম যেভাবে জড়ানোর চেষ্টা করা হচ্ছে, তা আমরা দৃঢ়ভাবে খারিজ করছি।’’ 
 


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর