১৫ ফেব্রুয়ারি, ২০১৯ ২১:৪৪

পাকিস্তানকে বিশ্ব থেকে 'বিচ্ছিন্ন' করার হুমকি ভারতের

অনলাইন ডেস্ক

পাকিস্তানকে বিশ্ব থেকে 'বিচ্ছিন্ন' করার হুমকি ভারতের

হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (ছবি- এএনআই)

পাকিস্তানকে বিশ্ব সম্প্রদায় থেকে পুরোপুরিভাবে বিচ্ছিন্ন করে দেয়ার হুমকি দিয়েছে ভারত। দেশটির কেন্দ্রীয় মন্ত্রী অরুন জেটলি এ হুমকি দিয়েছেন। 

তিনি বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায় থেকে পাকিস্তানকে আলাদা করতে সব ধরনের কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করবে ভারত। 

ভারতশাসিত জম্মু-কাশ্মীরে গতকাল বৃহস্পতিবার ভয়াবহ জঙ্গি হামলার ঘটনায় অরুন জেটলি এ হুমকি দিয়েছেন। ওই হামলায় এ পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৪৬ এ দাঁড়িয়েছে। ভারতের আধা-সামরিক বাহিনী সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) কে লক্ষ্য করে এ হামলা চালানো হয়।

জঙ্গি হামলার ঘটনায় পাকিস্তান ভারতকে ঘটনার তথ্য-প্রমাণ দিতে এবং হামলার বিষয়ে তাদেরকে তদন্তে প্রক্রিয়া সাহায্যের আহ্বান জানিয়েছে।

সূত্র: বিবিসি 

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর