১৬ ফেব্রুয়ারি, ২০১৯ ১৬:৫৫

ভোট শুরুর আগেই পেছাল নাইজেরিয়ার নির্বাচন

অনলাইন ডেস্ক

ভোট শুরুর আগেই পেছাল নাইজেরিয়ার নির্বাচন

মাহমুদ ইয়াকুবু

নাইজেরিয়ার প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন এক সপ্তাহের জন্য পিছিয়ে দেয়া হয়েছে। দেশটির স্বাধীন নির্বাচন কমিশন (আইএনইসি) শনিবার ভোটকেন্দ্র খোলার মাত্র পাঁচ ঘণ্টা আগে এ ঘোষণা দেয়।

রাজধানী আবুজায় আইএনইসি’র সদরদপ্তরে জরুরি বৈঠক শেষে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেয় হয়।

কমিশনের চেয়ারম্যান মাহমুদ ইয়াকুবু সংবাদ সম্মেলন বলেন, কৌশলগত ও সরঞ্জাম সংক্রান্ত জটিলতার কারণে নির্ধারিত সময়সূচি অনুযায়ী নির্বাচন প্রক্রিয়া শুরু করা সম্ভব হচ্ছে না। অবাধ ও স্বাধীন নির্বাচনের জন্য এই জটিল সিদ্ধান্তটি নেয়া জরুরি ছিল বলে জানান তিনি।

ইয়াকুবু বলেন, সাবধানতার সঙ্গে পরিস্থিতি পর্যালোচনা করে নির্বাচন পেছানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। ‘নির্বাচন প্রক্রিয়ার মান সমুন্নত রাখতে’ জরুরি কিছু বিষয়ে ব্যবস্থা নেয়ার জন্য কমিশনের আরও কিছু সময় দরকার। কিন্তু বিষয়গুলো কী, সে ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি তিনি।

প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনের নতুন তারিখ আগামী শনিবার, অর্থাৎ ২৩ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে। আর গভর্নর, রাজ্য অধিবেশন এবং ফেডারেল অঞ্চলগুলোর কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হবে ৯ মার্চ।

বিডি প্রতিদিন/১৬ ফেব্রুয়ারি ২০১৯/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর