১৭ ফেব্রুয়ারি, ২০১৯ ০৩:২০

যৌন হয়রানির অভিযোগে কার্ডিনাল পদ হারালেন ম্যাক ক্যারিক

অনলাইন ডেস্ক

যৌন হয়রানির অভিযোগে কার্ডিনাল পদ হারালেন ম্যাক ক্যারিক

রোমান ক্যাথলিক চার্চের সাবেক কার্ডিনাল থিয়োডোর ম্যাক ক্যারিক (৮৮) যৌন হয়রানির অভিযোগে ক্যাথলিক ধর্মের সম্মনসূচক কার্ডিনাল পদ হারিয়েছেন। ৫০ বছর আগের যৌন হয়রানির অভিযোগের কারণে বিশপের পদ থেকে গতবছর পদত্যাগ করেন আমেরিকার ক্যাথলিক চার্চের ওই কার্ডিনাল। তারপর থেকে যুক্তরাষ্ট্রের কানসাসের একটি আশ্রমে বসবাস করছেন তিনি। 

শিশু যৌন হয়রানির প্রতিরোধে ভ্যাটিক্যান সিটিতে অনুষ্ঠিত হতে যাওয়া সম্মেলনের আগেই তিনি তার ওই পদবি হারালেন। থিয়োডোর ম্যাক ক্যারিক বর্তমান সময়ে বয়োজ্যেষ্ঠ ক্যাথলিক ধর্মযাজক যিনি কার্ডিনাল বা সর্বোচ্চ মর্যাদা সম্পন্ন পদ থেকে বরখাস্ত হলেন। এদিকে, পাঁচ দশক আগে ওই কার্ডিনাল থিয়োডোর ম্যাক ক্যারিকের বিরুদ্ধে ওঠা যৌন হয়রানির অভিযোগটি বিশ্বাসযোগ্য ছিল বলে জানিয়েছে মার্কিন চার্চ। তবে এই কার্ডিনাল জানিয়েছেন, তার এই অভিযোগ সম্পর্কে কিছুই মনে নেই। ম্যাক ক্যারিক ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত ওয়াশিংটনের আর্কবিশপ (বিশপদের ঊর্ধ্বতন যাজক) ছিলেন। 

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর