১৭ ফেব্রুয়ারি, ২০১৯ ২১:৫৫

আসামকে আরেকটা কাশ্মীর হতে দেব না: অমিত শাহ

দীপক দেবনাথ, কলকাতা

আসামকে আরেকটা কাশ্মীর হতে দেব না: অমিত শাহ

ভারতের ক্ষমতাসীন দল বিজেপি সভাপতি অমিত শাহ বলেছেন কেন্দ্রের মোদি নেতৃত্বাধীন সরকার  আসামকে আরেকটা কাশ্মীর হতে দেবে না। আর সেই কারণেই জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) চালু করতে চাইছে। তার অভিমত এনআরসি চালুর মধ্যে দিয়ে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাদেরকে ফেরত পাঠিয়ে আসামকে বিদেশি মুক্ত করা হবে। 

জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ-এর গাড়িবহরে জঙ্গি হামলার ঘটনায় গোটা দেশ যখন প্রতিবাদে ফুঁসছে ঠিক সেই প্রেক্ষিতে অমিত শাহ-এর মন্তব্য। রবিবার আসামের লখিমপুরে এক জনসভা থেকে বিজেপি সভাপতি স্পষ্ট করে জানিয়ে দেন, ‘আমরা কখনওই আসামকে আরেকটা কাশ্মীর হতে দেবো না-এটাই আমাদের অঙ্গীকার। এই কারণেই আমরা এনআরসি এনেছি। আমরা প্রতিটি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করবো এবং তাদের আসাম থেকে বিতাড়িত করবো।’  

দেশটির জাতীয় কংগ্রেস এবং অসমের বিজেপির সরকারের সাবেক শরীক দল আসম গণ পরিষদ (আগপ)-কে আক্রমণ করে অমিত শাহ বলেন, ১৯৮৫ সালে আসাম চুক্তি হওয়ার পর এত বছরেও এই দুই দল তা কার্যকর করতে কোন উদ্যোগ নেয়নি। 

নাগরিকত্ব (সংশোধনী) বিল নিয়েও এদিন বিরোধীদের নিশানা করেন অমিত শাহ। ইতোমধ্যেই লোকসভায় পাশ হয়ে গেলেও রাজ্যসভায় তা বাতিল হয়ে যায়। সে সম্পর্কে অমিত শাহ বলেন, ‘এটা কেবলমাত্র উত্তরপূর্ব ভারতের জন্যই নয়, গোটা দেশের উদ্বাস্তুদের সুবিধার্থেই এই বিল। আসামের ভৌগলিক মানচিত্র যেভাবে বদল ঘটছে-এই নাগরিকত্ব বিল ছাড়া এরাজ্যের মানুষ ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়বে।’ 

বিডি-প্রতিদিন/১৭ ফেব্রুয়ারি, ২০১৯/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর