১৮ ফেব্রুয়ারি, ২০১৯ ০৬:০৪

জঙ্গি হামলার ঘটনায় ইরান যাচ্ছে পাকিস্তানি বিশেষজ্ঞ দল

অনলাইন ডেস্ক

জঙ্গি হামলার ঘটনায় ইরান যাচ্ছে পাকিস্তানি বিশেষজ্ঞ দল

সন্ত্রাসী হামলায় বিধ্স্ত ইরানি সেনা বহনকারী বাস

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে সিসতান-বেলুচিস্তান প্রদেশে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) সদস্যদের ওপর সন্ত্রাসী হামলার পর বিষয়টি পর্যালোচনা করার জন্য পাকিস্তানের একটি বিশেষজ্ঞ দল তেহরান সফরে যাচ্ছে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশী একথা বলেছেন।

রবিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফের সঙ্গে ফোনালাপে মেহমুদ কোরেশী একথা জানান। এসময় তিনি সাম্প্রতিক সন্ত্রাসী হামলার নিন্দা এবং হতাহতদের প্রতি সমবেদনা জানান। 

পাক পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুঃখজনক এ ঘটনার জন্য যে কোনো ধরনের সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে ইসলামাবাদ। পাশাপাশি সন্ত্রাসীদের বিরুদ্ধে যৌথভাবে লড়াই করতেও প্রস্তুত তার দেশ।  

পাক পররাষ্ট্রমন্ত্রী এমন সময় এসব কথা বললেন যখন তেহরানে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত রিফাত মাসুদকে রবিবার তলব করে ইরান। 

ইরান বলেছে, তেহরান আশা করে পাকিস্তানের সরকার ও সেনাবাহিনী সেদেশের সীমান্ত অঞ্চলে তৎপর সন্ত্রাসীদেরকে দৃঢ়ভাবে দমন করবে এবং অমানবিক তৎপরতা বন্ধে পদক্ষেপ নেবে।

প্রসঙ্গত, ১৩ ফেব্রুয়ারি (বুধবার) এক জঙ্গি হামলায় ইরানি রেভলিশউনারি গার্ডসের অন্তত ২৭ সদস্য নিহত হয়েছেন। নিরাপত্তা বাহিনীর সদস্যদের বাসকে লক্ষ্য করে চালানো এ হামলায় আহত হয়েছেন আরও ১০ সদস্য।


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর