১৮ ফেব্রুয়ারি, ২০১৯ ০৬:১৭

কাশ্মীরে হামলার ঘটনায় ২৩ জন আটক

অনলাইন ডেস্ক

কাশ্মীরে হামলার ঘটনায় ২৩ জন আটক

ফাইল ছবি

কাশ্মীরের পুলওয়ামাতে ভারতীয় সেনাবহরে জঙ্গি হামলায় জড়িত সন্দেহে ২৩ জনকে আটক করেছে ভারতীয় বাহিনী।রবিবার শীর্ষ এক পুলিশ কর্মকর্তা একথা জানান।

আটক ২৩ জনের মধ্যে জম্মু-কাশ্মীরের স্বাধীনতাকামী সংগঠন জয়েশ-ই-মোহাম্মদের সদস্য এবং সমর্থকরাও আছে। 

ভারতের ন্যাশনাল ইন্টেলিজেন্স এজেন্সি (এনআইএ) প্রতিনিধিরা রবিবার এ সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করেছেন বলে জানিয়েছেন দুই নিরাপত্তা কর্মকর্তা।

এক নিরাপত্তার কর্মকর্তা জানান, তারা জয়েশ-ই-মোহম্মদের কাশ্মীর প্রধান এবং দলটির শীর্ষ কমান্ডার সঙ্গে কথা বলার চেষ্টা করছে। কাশ্মীরে জয়েশ-ই-মোহম্মদের কমান্ডার মোহাম্মদ উমাইর হামলার পরিকল্পনা করেছেন এবং হামলার সময় ওই এলাকায় লুকিয়ে ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ৩টা ১৫মিনিটের দিকে পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে হামলা চালিয়ে ৪৪ জওয়ানকে হত্যা করে জঙ্গি গোষ্ঠী। এই হামলার দায় স্বীকার করেছে জইশ-ই-মোহাম্মদ। তাদেরই সদস্য আদিল আহমেদ দার এ হামলা চালিয়েছে। তিন দশকেরও বেশি সময়ের মধ্যে এবারের হামলাকে সবচেয়ে বড় জঙ্গি হামলা বলা হচ্ছে।


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর