১৮ ফেব্রুয়ারি, ২০১৯ ০৯:২০
খবর নিউজ নেশন'র

জঙ্গিদের নিশানায় কী এবার পাকিস্তানের সেনাবাহিনী?

অনলাইন ডেস্ক

জঙ্গিদের নিশানায় কী এবার পাকিস্তানের সেনাবাহিনী?

ফাইল ছবি

কাশ্মীরের পুলওয়ামাতে ভারতীয় সেনাবহরে জঙ্গি হামলার পর এবার জঙ্গিদের নিশানায় কি পাকিস্তানের সেনাবাহিনী? পাকিস্তানি সংবাদমাধ্যম বালোচিস্তান পোস্টের রিপোর্ট অনুযায়ী, গতকাল রবিবার পাকিস্তানের সেনা কনভয়ে আত্মঘাতী হামলায় ৯ জন সেনার মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১১ জন।  

তুরবত ও পাঞ্জগুর অঞ্চলের মধ্যবর্তী স্থানে এই আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছে বালোচিস্তান লিবারেশন ফ্রন্ট ও বালোচ রিপাবলিকান গার্ডস। সৌদি আরবের যুবরাজ মোহম্মদ বিন সালমানের পাকিস্তান সফরের আগে এই ঘটনা কিন্তু নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার পুলওয়ামার অবন্তীপোরায় ভারতীয় সিআরপিএফের কনভয়ে হামলা চালায় জইশ-ই-মোহম্মদ। ৩৫০ কেজি বিস্ফোরক ভর্তি একটি এসইউভি কনভয়ে এসে ধাক্কা মারে। মুহূর্তের মধ্যে ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায় সিআরপিএফের একটি বাসসহ বেশ কয়েকটি যান। এই ঘটনার পর ভারত জুড়ে নিন্দার ঝড় উঠেছে। ফুঁসছে ভারতবাসী। তার মাঝেই পাকিস্তানি সেনার ওপর হামলা কিন্তু কূটনৈতিক মহলে একাধিক প্রশ্ন তুলে দিয়েছে।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর