১৮ ফেব্রুয়ারি, ২০১৯ ১৪:০৫
খবর ইন্ডিয়া টুডে'র

এবার সাংবাদিকতার দিকে ঝুঁকলেন হাফিজ সাঈদ

অনলাইন ডেস্ক

এবার সাংবাদিকতার দিকে ঝুঁকলেন হাফিজ সাঈদ

ফাইল ছবি

তার দল জামাত-উদ-দাওয়াকে জাতিসংঘ জঙ্গি সংগঠনের তকমা দিয়েছে। সেই হাফিজ সাঈদ এবার সাংবাদিকতার প্রশিক্ষণ দেবে। আর সেই কারণে পাকিস্তানের লাহোরে একটি স্কুল তৈরি করা হয়েছে। যেখানে দেওয়া হবে সাংবাদিকতার পাঠ। আর এই খবরে এখন চর্চা চলছে সর্বত্র। 

ওয়াঘা সীমান্তের ওপারে স্কুলটির নাম দেওয়া হয়েছে ‘‌দ্য ইনস্টিটিউট অফ স্ট্র‌্যাটেজি অ্যান্ড কমিউনিকেশন।’‌ ইতিমধ্যেই এই স্কুল থেকে স্বল্প মেয়াদের এবং বৃহৎ মেয়াদের সাংবাদিকতা প্রশিক্ষণ দেওয়ার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে পাকিস্তানের যুবক-যুবতীদের। 
 
রিপোর্টিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, ব্লগিং, সোশ্যাল মিডিয়ার পাঠ, স্বল্প দৈর্ঘ্যের ছবি এবং ডকুমেন্টরি তৈরি করার পাঠ দেওয়া হবে বলে প্রচার করা হয়েছে। স্বল্প মেয়াদের সার্টিফিকেট কোর্সের ক্ষেত্রে তিন হাজার পাকিস্তানি টাকা খরচ করতে হবে বলে জানা গেছে।

হাফিজ সাঈদের রাজনৈতিক দল ‘‌মিল্লি মুসলিম লিগ’র সভাপতি সৈফুল্লা খালিদ বলেছে, ‘‌মিডিয়া হল নতুন যুদ্ধের অস্ত্র। আমাদের শত্রুরা এটাকে ব্যবহার করে লাভবান হচ্ছে। তাই এবার যুদ্ধে জয়ী হতে আমরাও মিডিয়াকে ব্যবহার করব।’‌


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর