শিরোনাম
১৮ ফেব্রুয়ারি, ২০১৯ ১৮:১৪

সৌদি যুবরাজের কাছে হজ পালনে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি হিজড়াদের

অনলাইন ডেস্ক

সৌদি যুবরাজের কাছে হজ পালনে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি হিজড়াদের

সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান দু'দিনের সফরে বর্তমানে পাকিস্তানে রয়েছেন। পাকিস্তান সফরে আসায় সৌদি যুবরাজকে স্বাগত জানিয়েছেন দেশটির তৃতীয় লিঙ্গের মানুষ তথা হিজড়ারা। এ সময় হজ ও ওমরাহ পালনে হিজড়াদের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানান তারা।

রবিবার স্থানীয় সময় সন্ধ্যায় পাকিস্তান পৌঁছেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। এই সফরকে ঘিরে সমাবেশের আয়োজন করে দেশটির তৃতীয় লিঙ্গের মানুষেরা। হিজড়াদের ভিসা নিষেধাজ্ঞা বাতিল করতে বিন সালমানকে ব্যবস্থা নেয়ার আহ্বান জানান তারা।

প্রসঙ্গত, সৌদির আইন অনুযায়ী শুধুমাত্র পুরুষ এবং নারীরা হজ এবং ওমরাহ ভিসার জন্য আবেদন করতে পারবেন। এর বাইরে তৃতীয় লিঙ্গের আবেদনের সুযোগ নেই।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর