২০ ফেব্রুয়ারি, ২০১৯ ১০:১৮

ভারতকে কী প্রস্তাব দিল ইসরায়েল?

অনলাইন ডেস্ক

ভারতকে কী প্রস্তাব দিল ইসরায়েল?

জম্মু-কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে ভারত ও পাকিস্তানে। হামলায় ভারতের ৪৯ সামরিক সদস্য নিহত, আহত হন আরও অনেকে। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ ঘটনার দায় স্বীকার করেছে পাকিস্তানি জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মহম্মদ। এরই মধ্যে সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করেছে দুই দেশ।

এমন উত্তেজনার মধ্যেই ভারতের পক্ষে নামছে ইসরায়েল।  সন্ত্রাসবাদসহ বিভিন্ন হুমকি মোকাবেলা ও ভারতকে সুরক্ষার জন্য দেশটিকে যে কোন প্রয়োজনে নিঃশর্ত সহায়তার প্রস্তাব দিয়েছে তেল আবিব। মঙ্গলবার এ প্রস্তাব দেয়া হয় বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া।

ইসরায়েল বলেছে, তাদের এই সহায়তার কোনো সীমা নেই। ভারতে নিযুক্ত ইসরায়েলের নতুন রাষ্ট্রদূত ডা. রন মালকা এসব কথা বলেন।

এ ব্যাপারে ডা. রন মালকা বলেন, ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বের লড়াই করা উচিত এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এর মূলোৎপাটন করতে হবে। আমরা ভারতকে সহায়তা করছি। তাদের সঙ্গে আমাদের জ্ঞান, কৌশল শেয়ার করছি। কারণ আমরা আসলেই আমাদের প্রকৃত গুরুত্বপূর্ণ বন্ধুকে সহায়তা করতে চাই।’

সূত্র: ইকোনোমিক টাইমস


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর