২০ ফেব্রুয়ারি, ২০১৯ ১৪:৫০

কাশ্মীরি যা আছে বয়কট করুন: তথাগত রায়

দীপক দেবনাথ, কলকাতা

কাশ্মীরি যা আছে বয়কট করুন: তথাগত রায়

তথাগত রায়

কাশ্মীরের সব পণ্য বর্জন করার আহ্বান জানিয়েছেন ভারতের মেঘালয় রাজ্যের রাজ্যপাল তথাগত রায়। এমনকি কাশ্মীরে গিয়ে অমরনাথ যাত্রা না করতেও বার্তা দিলেন তিনি। সম্প্রতি জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে ভারতীয় সেনাবাহিনীর এক সাবেক কর্মকর্তা কাশ্মীরের সব পণ্য বর্জনের ডাক দিয়েছিলেন। সেই প্রচারণাকে সমর্থন জানিয়েই মঙ্গলবার তথাগত এই মন্তব্য করেন।

ট্যুইট করে তথাগত লেখেন ‘ভারতীয় সেনার এক অবসরপ্রাপ্ত কর্ণেল আবেদন জানিয়েছিলেন: কাশ্মীর ভ্রমণ করবেন না, আগামী দুই বছর কাশ্মীরে অমরনাথ যাত্রা বন্ধ রাখুন। যেসব কাশ্মীরি দোকান বা কাশ্মীরি ব্যবসায়ীরা প্রতি শীতে তাদের পণ্য বিক্রি করতে আসেন-তাদের কাছ থেকে কোন জিনিস কিনবেন না। কাশ্মীরের সমস্ত পণ্য বর্জন করুন। আমি আপনার এই আবেদনের সাথে একমত।’ 

কিন্তু রাজ্যপালের মতো সাংবিধানিক পদে থেকে তাঁর এ ধরনের মন্তব্যের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে। তথাগতের এই মন্তব্যের বিরোধিতা করেছেন জম্মু-কাশ্মীরের সাবেক দুই মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা এবং মেহবুবা মুফতি। 


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর