২০ ফেব্রুয়ারি, ২০১৯ ১৬:০০

'অস্বাভাবিকভাবে' ইসরায়েলি এলিট ফোর্সের কমান্ডারের পদত্যাগ

অনলাইন ডেস্ক

'অস্বাভাবিকভাবে' ইসরায়েলি এলিট ফোর্সের কমান্ডারের পদত্যাগ

ইসরায়েলি এলিট ফোর্সের একজন সদস্য

ইসরায়েলের এলিট ফোর্সের শীর্ষ কমান্ডার অস্বাভাবিকভাবে ‘অবসরে’ যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেছেন, কমান্ডার হিসেবে তার দায়িত্ব পালনের সময় শেষ হওয়ার কারণে তিনি অবসরে যাচ্ছেন।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় কিছুদিন আগে ইসরায়েলি বাহিনীর কমান্ডো ইউনিটের ব্যর্থ অভিযানের পর এ সেনা কমান্ডার অবসর নিতে যাচ্ছেন। ইসরায়েলের গণমাধ্যম এই কমান্ডারকে কর্নেল এইচ. বলে পরিচয় দিয়েছে। তিনি ইসরায়েলি বাহিনীর নজরদারি ইউনিটের জেনারেল স্টাফের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

ইসরায়েলি সামরিক বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, ব্যক্তিগত কারণে তিনি অবসরের সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে যারা ইসরায়েলি বাহিনীর এলিট ফোর্সের এ কমান্ডারের দায়িত্ব পালন করেছেন তারা সবাই মেয়াদ শেষে মূল বাহিনীতে ফিরে গেছেন। সেদিক থেকে লেফটেন্যান্ট এইচের ক্ষেত্রে শুধুমাত্র ব্যতিক্রম হচ্ছে।

বিডি প্রতিদিন/২০ ফেব্রুয়ারি ২০১৯/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর