২২ ফেব্রুয়ারি, ২০১৯ ১৬:০১

সংকট কাটাতে চীন সফরে সৌদি যুবরাজ

অনলাইন ডেস্ক

সংকট কাটাতে চীন সফরে সৌদি যুবরাজ

ফাইল ছবি

সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের পর কূটনৈতিক সংকটে পড়ে সৌদি আরব। সেই সংকট কাটিয়ে উঠতে দক্ষিণ এশিয়ার দুই দেশ পাকিস্তান ও ভারত সফরের পর এবার চীন গেলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। দু'দিনের চীন সফরে গতকাল বৃহস্পতিবার বেইজিংয়ে পা রাখেন তিনি।

এ সফরে সৌদি যুবরাজের সঙ্গে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠকের কথা রয়েছে। একই সঙ্গে বৈঠকের আলোচ্যসূচিতে বেইজিংয়ের উচ্চাভিলাষী বেল্ট অ্যান্ড রোড ইনেশিয়েটিভ থাকবে বলে জানা গেছে। এছাড়া দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক বাড়ানোর দিকেও নজর দেয়া হবে বলে জানিয়েছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়।   

এর আগে ২০১৭ সালে সৌদি বাদশাহ সালমান চীন সফর করেন। ওই সফরের সময়ে দুই দেশের মধ্যে ৬৫ বিলিয়ন ডলারের চুক্তি সই হয়েছিল। খাশোগি হত্যাকাণ্ডের পর মিত্রদের সঙ্গে এখনও যে সৌদি আরবের সম্পর্ক রয়েছে, তা দেখাতেই সৌদি যুবরাজের এশিয়ায় সফর বলে মনে করছেন কূটনৈতিক মহল।

 

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর