২২ ফেব্রুয়ারি, ২০১৯ ১৬:৫১

ব্রাজিল সীমান্ত বন্ধ করছে ভেনেজুয়েলা

অনলাইন ডেস্ক

ব্রাজিল সীমান্ত বন্ধ করছে ভেনেজুয়েলা

বিদেশী সাহায্যকে কেন্দ্র করে তৈরি বিতর্কের জেরে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ব্রাজিলের সঙ্গে সীমান্ত বন্ধের নির্দেশ দিয়েছেন। টেলিভিশনে মাদুরো জানিয়েছেন, তিনি কলম্বিয়ার সঙ্গে মূল সীমান্ত বন্ধের বিষয়টি বিবেচনা করছেন। এর মাধ্যমে তিনি সাহায্য আনার বিষয়ে বিরোধী দলকে বাইরে থেকে সাহায্য আনার ক্ষেত্রে বাধা তৈরি করতে চান।  

মাদুরো দেশের জন্য কোনো সাহায্যের আবেদন করেননি বলে দাবি করেছেন। সাহায্য প্রদর্শনের বিষয়টি যুক্তরাষ্ট্রের সাজানো নাটক বলে আখ্যা দিয়েছেন মাদুরো।

ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা জুয়ান গুইদো কলম্বিয়া সীমান্তে এক কনসার্টের আয়োজন করেছেন। শুক্রবার এ কনসার্ট হওয়ার কথা রয়েছে যার মাধ্যমে অনুদান সংগ্রহ করা হবে। ওই কনসার্টের ৩০০ মিটার দূরেই পাল্টা কর্মসূচির আয়োজন করেছে মাদুরোর সরকার।

সূত্র: বিবিসি


বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর