২৪ ফেব্রুয়ারি, ২০১৯ ০২:২৮

ইমরান খানকে মোদির চ্যালেঞ্জ

অনলাইন ডেস্ক

ইমরান খানকে মোদির চ্যালেঞ্জ

সম্প্রতি পুলওয়ামায় জঙ্গি হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ব্যাপারে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার ভারতের রাজস্থানের টঙ্কে একটি সভায় ভাষণ দিতে গিয়ে নরেন্দ্র মোদি এ কথা বলেন। 

ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার পর তাকে শুভেচ্ছা জানানোর মুহূর্তটি এসময় স্মরণ করে নরেন্দ্র মোদি বলেন, আমি তাঁকে বলেছিলাম, ভারত-পাকিস্তানের মধ্যে বহুবার যুদ্ধ হয়েছে। যুদ্ধ করে পাকিস্তান একবারও কিছু পায়নি। প্রতিবার জিতেছে ভারত। মোদি আরও বলেন, 'আমি তাকে বলেছিলাম, দারিদ্র্য এবং অশিক্ষার বিরুদ্ধে যুদ্ধ করুন। উনি আমাকে জবাবে বলেছিলেন, ‘মোদি জি, আমি পাঠানের ছেলে। আমি সত্যি কথা বলি এবং সত্যি কাজ করি’। আজ তো সময় এসে গিয়েছে যে কথাগুলো তিনি বলেছিলেন, তা রাখার। এখন আমিও দেখব, তিনি এখন তাঁর কথাগুলো রাখতে পারেন কিনা'।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর