২৪ ফেব্রুয়ারি, ২০১৯ ০৫:৫৯

অশান্তি চাই না: ট্রাম্প

অনলাইন ডেস্ক

অশান্তি চাই না: ট্রাম্প

সম্প্রতি পুলওয়ামায় জঙ্গি হামলার পর থেকেই দক্ষিণ এশিয়া নিয়ে কড়া বার্তা দেওয়া শুরু করেছিল ওয়াশিংটন। বিভিন্ন মাধ্যমে এ কথা নয়া দিল্লিকে বোঝানোও হয়েছিল যে, এই মুহূর্তে পাকিস্তানের সঙ্গে কোন রকম সংঘর্ষের পরিস্থিতি একেবারেই অনুমোদন করছে না আমেরিকা। 

আজ হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সাথে এক বৈঠকে পুলওয়ামার ঘটনা নিয়ে ফের উদ্বেগ জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘‘এই মুহূর্তে ভারত ও পাকিস্তানের সম্পর্ক খুবই খারাপ। ভয়ঙ্কর পরিস্থিতি। আমরা চাই, এই অস্থিরতা থামুক। অনেক মানুষ মরেছে। এবার এসব বন্ধ হোক। শান্তি প্রক্রিয়ার সঙ্গে আমরা সব রকম ভাবে আছি।’’ 

পুলওয়ামায় জঙ্গি হামলায় ৪৯ জন সেনার মৃত্যুর খবর পেয়ে আগে ট্রাম্প বলেছিলেন, ‘‘ভয়াবহ ঘটনা। আরও খোঁজ-খবর নিয়ে বিবৃতি দেব। তবে ভারত-পাকিস্তানের মধ্যে সুসম্পর্ক বজায় থাকলে সবদিক থেকেই মঙ্গল।’’ ওই ঘটনায় ভারতের পাশে থাকার বার্তাও দেন মার্কিন প্রশাসন। সূত্র: আনন্দবাজার।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর