১৮ মার্চ, ২০১৯ ০১:২২

হামলাকারী ট্যারেন্টের ফাঁসি চান বোন

অনলাইন ডেস্ক

হামলাকারী ট্যারেন্টের ফাঁসি চান বোন

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দু’টি মসজিদে সন্ত্রাসী হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ৫০ জন। মুসল্লিদের নির্বিচারে গুলি করে হত্যাকারী অস্ট্রেলিয় নাগরিক ব্রেনটন ট্যারেন্টের মৃত্যুদণ্ড চেয়েছেন তার এক বোন ডন্না কক্স। 

ডন্না কক্স হামলাকারীর সম্পর্কে চাচাতো বোন। ২৮ বছর বয়সী এই নারী অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে বসবাস করেন। তিনি জানিয়েছেন, মসজিদে হামলাকারী ভাইয়ের মৃত্যুদণ্ডই প্রাপ্য।

ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে হামলা চালিয়ে ট্যারেন্ট ৫০ জনকে হত্যা করেছে। এটি জানার পর থেকে মনে হচ্ছে তার আত্মীয় হওয়াটা দুর্ভাগ্যের।

ট্যারেন্টের বোনের ভাষ্য, ট্যারেন্ট খুব ভালো পরিবারের সন্তান। তার বাবা-মাকে কমিউনিটির সবাই খুব সম্মান করত। কিন্তু সেই সম্মান একেবারে নিচে নামিয়ে দিল ট্যারেন্ট।

ট্যারেন্টের মা শেরন একজন স্কুলশিক্ষক। শুক্রবার হামলার পর তাকে আটক করেছে নিউজিল্যান্ড পুলিশ। এ ছাড়া ট্যারেন্টের আপন বোনকেও আটক করা হয়েছে।

প্রসঙ্গত, নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দু’টি মসজিদে শুক্রবার জুমার নামাজের সময় নৃশংস হামলায় অন্তত ৫০ জন নিহত ও ৪৮ জন আহত হন।

 

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর