১৮ মার্চ, ২০১৯ ১০:৩৮

ক্রাইস্টচার্চে বন্দুকের নলের মুখে দাঁড়িয়ে যেভাবে শিশুকে বাঁচালেন বাবা

অনলাইন ডেস্ক

ক্রাইস্টচার্চে বন্দুকের নলের মুখে দাঁড়িয়ে যেভাবে শিশুকে বাঁচালেন বাবা

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে লিনউড মসজিদে হামলার সময় নিজের জীবনের ঝুঁকি নিয়ে শিশুপুত্রের জীবন বাঁচালেন জুলফিকার সিয়াহ নামের এক বাবা। হামলাকারী ব্রেনটন টেরেন্ট যখন একটানা গুলি করে যাচ্ছিল তখন দুই বছর বয়সী শিশুর জীবন বাঁচাতে বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে ছেলেকে আড়াল করেছিলেন তিনি। এতে সিয়াহ মারাত্মকভাবে আহত হন। তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে সামান্য আহত হওয়া তার শিশুপুত্রটি সুস্থ হয়ে উঠছে।

বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তুলে ধরেছেন সিয়াহর আমেরিকান স্ত্রী আল্টা মারি। তিনি বলেন, মাত্র দুই মাস আাগে ইন্দোনেশিয়া থেকে নিউজিল্যান্ডে যায় সিয়াহর পরিবার। লিনউড মসজিদে হামলার সময় আমার স্বামী আমাদের ছেলেকে আড়াল করেছিলেন। এতে তার অধিকাংশ গুলি লাগে এবং তিনি আমাদের ছেলের চেয়ে অনেক বেশি আহত হন।’

প্রসঙ্গত, শুক্রবার জুমার নামাজের সময় ক্রাইস্টচার্চের আল নূর ও লিনউড মসজিদে বন্দুকধারীর হামলায় কমপক্ষে ৫০ জন নিহত হয়েছেন। এদের মধ্যে চারজন বাংলাদেশিও রয়েছেন। ওই হামলায় আহত আরও ৫০ জনের মধ্যে ১১ জনের অবস্থা গুরুতর।

বিডি-প্রতিদিন/১৮ মার্চ, ২০১৯/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর