১৮ মার্চ, ২০১৯ ১২:২৯

নিউজিল্যান্ডের মসজিদে হামলা: দায় নেবেন না অস্ত্র বিক্রেতা

অনলাইন ডেস্ক

নিউজিল্যান্ডের মসজিদে হামলা: দায় নেবেন না অস্ত্র বিক্রেতা

অস্ত্র বিক্রেতা প্রতিষ্ঠান ‘গান সিটি’র ব্যবস্থাপনা পরিচালক ডেভিড টিপল। ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনায় অন্তত ৫০ জন মুসল্লি নিহত হয়েছেন। এর মধ্যে পাঁচজন বাংলাদেশিও রয়েছে।

তবে মসজিদে হত্যাকাণ্ড চালানো সেই শ্বেতাঙ্গ জঙ্গির কাছে অস্ত্র বিক্রিকারী ঠিকাদার প্রতিষ্ঠানটি কোনো দায় নিতে চাচ্ছে না।

অস্ট্রেলীয় সন্ত্রাসী ব্রেনটন ট্যারেন্টের কাছে অস্ত্র বিক্রির কথা নিশ্চিত করেছেন গান সিটি নামের প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ডেভিড টিপল। খবর এএফপির

ক্রাইস্টচার্চে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, তার প্রতিষ্ঠান ওই সন্ত্রাসীর কাছে চারটি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ বিক্রি করেছে। তার কাছে লাইসেন্স ছিল। তার সম্পর্কে অস্বাভাবিক কিছু খুঁজে পাওয়া যায়নি।

তার দোকান থেকে বিক্রীত অস্ত্র কোথায় ব্যবহার করা হয়েছে, তা নিয়ে কোনো প্রশ্নের সরাসরি জবাব দিতে অস্বীকার করেছেন টিপল।

তিনি বলেন, অস্ত্র নিয়ে বিতর্কে জড়ানোর সময় এটি নয়। তবে দায়িত্ববোধ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, না, আমি কোনো দায়িত্ব নেব না।

তার মতে, আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের আবেদনের পরীক্ষা করার দায়িত্ব হচ্ছে পুলিশ বিভাগের। এমনকি ভবিষ্যতেও কেউ যদি একই ধরনের লাইসেন্স নিয়ে আসেন, তার কাছেও তিনি অস্ত্র বিক্রি করবেন বলে জানান।

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর