১৮ মার্চ, ২০১৯ ১৪:০০

ক্রাইস্টচার্চের হামলাকারী অস্ত্র কেনেন অনলাইনে

অনলাইন ডেস্ক

ক্রাইস্টচার্চের হামলাকারী অস্ত্র কেনেন অনলাইনে

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনায় অন্তত ৫০ জন মুসল্লি নিহত হয়েছেন।  মসজিদে এই ‘গণহত্যা’ চালানো হামলাকারী অনলাইন থেকে অস্ত্র ক্রয় করেছেন বলে জানিয়েছেন ‘গান সিটি’ নামে অস্ত্র বিক্রি করা দেশটির একটি প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী।

এ ব্যাপারে ক্রাইস্টচার্চে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, তাদের অনলাইন স্টোর থেকে গোলাবারুদ ও আগ্নেয়াস্ত্র ক্রয় করেন হামলাকারী অস্ট্রেলীয় বংশোদ্ভূত ব্রেন্টন ট্যারেন্ট। তবে মসজিদে হামলায় ব্রেন্টন যে ধরনের অস্ত্র ব্যবহার করেছেন তা তার কাছ থেকে বিক্রি করা হয়নি বলেও দাবি করেন ওই ব্যক্তি।

গান সিটির স্বত্ত্বাধিকারী ডেভিভ টিপ্পিল বলেন, ২০১৭ সালের ডিসেম্বর থেকে ২০১৮ সালের মার্চ পর্যন্ত তিনি (ব্রেন্টন) চারটি অস্ত্র ও গোলাবারুদ ক্রয় করেছেন। তবে তিনি হামলায় অত্যাধুনিক ‘এমএসএসএ’ যে স্বয়ংক্রিয় অস্ত্রটি ব্যবহার করেছেন তা আমরা তার কাছে বিক্রি করিনি।

ব্রেন্টনকে তিনি অস্ত্রের নব্য লাইসেন্সধারী হিসেবেও উল্লেখ করেন।

এদিকে, মসজিদে হামলার পর দেশের অস্ত্র আইনে পরিবর্তন আনার কথা বলেছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডান।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর