১৮ মার্চ, ২০১৯ ১৪:৪৯

লায়ন ও ইথিওপিয়ান এয়ারের বিমান বিধ্বস্তে ‘সাদৃশ্য’

অনলাইন ডেস্ক

লায়ন ও ইথিওপিয়ান এয়ারের বিমান বিধ্বস্তে ‘সাদৃশ্য’

১৫৭ জন আরোহী নিয়ে গত সপ্তাহে আদ্দিস আবাবা থেকে নাইরোবি যাওয়ার পথে ইথিওপিয়ান এয়ারলাইনসের একটি বিমান বিধ্বস্ত হয়। এ দুর্ঘটনায় বিমান আরোহীদের সবাই মারা যায়। একই মডেলের আরেকটি বিমান বিধ্বস্ত হয়ে গত বছরের অক্টোবরে মৃত্যু হয় ১৮৯ আরোহীর। অপারেটর লায়ন এয়ারের বিমানটি উড্ডয়নের মাত্র ১৩ মিনিটের মাথায় জাভা সাগরে বিধ্বস্ত হয়।

এ দুইটি দুর্ঘটনার মধ্যে ‘সাদৃশ্য’ পাওয়া গেছে বলে জানিয়েছে ইথিওপিয়ান পরিবহন মন্ত্রণালয়। ইথিওপিয়ান এয়ারের বিধ্বস্ত বিমান বোয়িং ৭৩৭ ম্যাক্স৮’র ব্ল্যাক বক্স তদন্ত করে প্রাথমিক এ তথ্য জানা গেছে। 

এরইমধ্যে ‘ইটি৩০২’ ফ্লাইটের ব্ল্যাক বক্স ও সংশ্লিষ্ট সব তথ্য সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন দাগমাতি মোগেস নামে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা। 

তবে দু’টি বিমানের বিধ্বস্তের ঘটনায় কি ‘সাদৃশ্য’ পাওয়া গেছে তা খোলাসা করে বলেলনি ওই কর্মকর্তা। ‘পরবর্তী তদন্তের জন্য’ বিষয়গুলো গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর