২০ মার্চ, ২০১৯ ০২:২৩
খবর আল জাজিরার

কুর্দিদের বিরুদ্ধে তুরস্ক-ইরানের সামরিক অভিযান শুরু

অনলাইন ডেস্ক

কুর্দিদের বিরুদ্ধে তুরস্ক-ইরানের সামরিক অভিযান শুরু

ফাইল ছবি

কিছুদিন আগে হুঁশিয়ারি দিয়ে তুরস্ক জানিয়েছিল, তুরস্কের পূর্বাঞ্চলীয় সিরিয়া সীমান্তে কুর্দিদের বিরুদ্ধে অভিযান চালানো হবে। গত সোমবার (১৮ মার্চ) থেকে তুরস্ক ও ইরান যৌথ ভাবে সেই অভিযান শুরু করেছে।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সোলাইমান সোইলু এই ঘোষণা দিয়েছেন। সোমবার ভূমধ্যসাগর তীরবর্তী শহর আনাতোলিয়ায় এক সমাবেশে তিনি বলেন, অবৈধ কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) বিদ্রোহীদের লক্ষ্য করে সোমবার এই সামরিক অভিযান শুরু হয়।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন,‘সোমবার সকাল ৮টায় ইরানকে সাথে নিয়ে আমাদের পূর্বাঞ্চলীয় সীমান্তে পিকেকে’র বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে তুরস্ক। এই অভিযানের ফলাফল আমরা পরে ঘোষণা করবো।’

 

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর