২০ মার্চ, ২০১৯ ১৩:২৫

সোমালিয়ায় মার্কিন বিমান হামলায় বেসামরিক লোক নিহতের প্রমাণ

অনলাইন ডেস্ক

সোমালিয়ায় মার্কিন বিমান হামলায় বেসামরিক লোক নিহতের প্রমাণ

সোমালিয়ায় মার্কিন বিমান হামলায় ২৪ জনেরও বেশি বেসামরিক নাগরিক হতাহতের প্রমাণ পাওয়া গেছে। এছাড়া পেন্টাগন সম্ভাব্য হতাহতের বিষয়ে কোনো তদন্ত করেনি।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মঙ্গলবার এ তথ্য জানিয়েছে। খবর দ্য গার্ডিয়ানের।

তবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর আফ্রিকা কমান্ডের কর্মকর্তারা অ্যামনেস্টির এই দাবি প্রত্যাখ্যান করে জানিয়েছে ২০১৭ সাল থেকে বেসামরিক নাগরিক হতাহতের ১৮টি অভিযোগ তদন্ত করেছে সেনাবাহিনী। এগুলোর কোনোটিরই সত্যতা পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্র ও এর কয়েকটি মিত্র দেশ সোমালিয়ায় আল-কায়েদার সংশ্লিষ্ট গোষ্ঠী আল-শাবাবের ওপর বিমান হামলা চালিয়ে আসছে। হতাহতের তথ্য জানতে দুর্গম এলাকাগুলোতে অধিকার কর্মীদের নিরাপদ প্রবেশ বেশ মুশকিল।

অ্যামনেস্টি তাদের প্রতিবেদনটি এমন সময় প্রকাশ করেছে যেদিন সোমালিয়ার এক গোয়েন্দা কর্মকর্তা ও স্থানীয় দুই বাসিন্দা দাবি করেছেন, মার্কিন বিমান হামলায় সোমবার বেসামরিক লোক নিহত হয়েছে।

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর