২০ মার্চ, ২০১৯ ১৪:৪১

তুরস্কে ৫.৫ মাত্রার ভূমিকম্প

অনলাইন ডেস্ক

তুরস্কে ৫.৫ মাত্রার ভূমিকম্প

তুরস্কের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বুধবার ৫.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। দেশটির ডেনিজলি প্রদেশের একিপায়াম শহর থেকে মধ্যম মাত্রার ভূমিকম্পটি উৎপত্তি হয়েছে বলে তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে।

এদিকে একিপায়াম শহরের মেয়র হুলুসি সেভকান জানিয়েছেন, প্রাথমিকভাবে এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে এতে কিছু ঘরবাড়ির ক্ষয়ক্ষতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

দুটি চ্যুতি রেখার উপর অবস্থান হওয়াতে দেশটিতে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর