২১ মার্চ, ২০১৯ ০৯:৫৬

‘ভারতে ক্রাইস্টচার্চের মতো হামলা চান’ ফেসবুকে কমেন্ট, অতঃপর...

অনলাইন ডেস্ক

‘ভারতে ক্রাইস্টচার্চের মতো হামলা চান’ ফেসবুকে কমেন্ট, অতঃপর...

ফাইল ছবি

ভারতে ক্রাইস্টচার্চের মতো হামলা চালাতে চান। নিজের ফেসবুক অ্যাকাউন্টে এই কথা লেখায় বরখাস্ত করা হল দুবাইয়ের একটি নিরাপত্তা কোম্পানির এক কর্মকর্তাকে। নিউজিল্যান্ডের সন্ত্রাসবাদী হামলার সেলিব্রেট করতে ফেসবুকে কমেন্ট লিখেছিলেন তিনি। 

নিরাপত্তা কোম্পানি ট্রান্সগার্ড এই খবরের সত্যতা স্বীকার করেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের অন্তর্তদন্তে উঠে এসেছে যে এক কর্মী ক্রাইস্টচার্চ হামলায় সেলিব্রেট করে ফেসবুকে আপত্তিকর কমেন্ট লিখেছেন। তিনি রনি রায় নামে একটি ভুয়া অ্যাকাউন্ট খুলে তাতেই এই কমেন্ট লিখেছেন বলে জানা গেছে। 

ফেসবুকে তিনি লিখেছেন, ‘আজ সুখের দিন। আজ পুলওমার শহিদরা শান্তি পাবেন। প্রতি শুক্রবারের নমাজের সময় ভারতে এটাই হওয়া উচিত।’

এই কমেন্টের প্রেক্ষিতে সোশ্যাল মিডিয়ায় ওই ব্যক্তি তীব্র সমালোচিত হওয়ার পরই বিষয়টি পুলিশ ও কর্তৃপক্ষের নজরে আসে। তাকে বরখাস্ত করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

সূত্র: এই সময়

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর