২১ মার্চ, ২০১৯ ২০:৫৬

জাতিসংঘের আদালতে সাবেক বসনিয়ান সার্ব নেতার যাবজ্জীবন

অনলাইন ডেস্ক

জাতিসংঘের আদালতে সাবেক বসনিয়ান সার্ব নেতার যাবজ্জীবন

জাতিসংঘের একটি আদালতে করা সাবেক বসনিয়ান সার্ব নেতা রাদোভান কারাদজিচের আবেদন খারিজ করে তার শাস্তি বাড়িয়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে।

বুধবার জারি করা এই ট্রাইব্যুনালের রুলে বলা হয়, প্রাথমিকভাবে তাকে যে দণ্ড দেয়া হয়, তা যথেষ্ট ছিল না। যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম বিবিসিতে প্রকাশিত একটি প্রতিবেদনে এসব কথা বলা হয়।

নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত জাতিসংঘের একটি ট্রাইব্যুনালে ২০১৬ সালে ৭৩ বছর বয়সী কারাদজিচ গণহত্যা এবং যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত হন এবং তাকে ৪০ বছরের কারাদণ্ড দেয়া হয়।

তিনি ১৯৯৫ সালের জুলাই মাসে স্রেব্রেনিকা হত্যাকাণ্ডের পরিকল্পনা করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি ছিল ইউরোপের সবচেয়ে নৃশংস হত্যাকাণ্ড।

কারাদজিচ জানান, ‘গুজবের’ ভিত্তিতে তাকে অভিযুক্ত করা হয়েছে।

তাকে দেয়া দণ্ডের বিরুদ্ধে গত বছর করা একটি আবেদনে তিনি বিচারকদের উদ্দেশে বলেন, নব্বইয়ের দশকে মুসলিম ও ক্রোটদেরকে উৎখাতের বিষয়টি হলো ‘মিথ’।

আবেদনে উল্লেখ করা কারাদজিচের বেশিরভাগ দাবি প্রত্যাখ্যান করেছে ট্রাইব্যুনাল।

বিচারক ভান জয়েনসেন বলেন, এর আগে তাকে যে দণ্ড দেয়া হয়েছে, সেটি তার নৃশংসতার শাস্তি হিসেবে যথেষ্ট ছিল না।

এই রুলের বিরুদ্ধে আর আবেদন করতে পারবেন না কারাদজিচ। বুধবার আদালতে উপস্থিত থেকেও তিনি কোনও প্রতিক্রিয়া জানাননি।

সাবেক মানসিক রোগের চিকিত্সক কারাদজিচ ১৯৯০ থেকে ১৯৯২ সাল পর্যন্ত বসনিয়া ও হার্জেগোভিনা সমাজতান্ত্রিক প্রজাতন্ত্রের পার্লামেন্ট স্পিকার ছিলেন।

এরপর ১৯৯২ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত বিভক্ত সার্বিয়ার বসনিয়া ও হার্জেগোভিনা প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট ছিলেন তিনি।

বিডি প্রতিদিন/২১ মার্চ ২০১৯/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর