২৩ মার্চ, ২০১৯ ১৮:০১

ক্রাইস্টচার্চে নিহত ছেলের জানাজায় এসে মারা গেলেন মা

অনলাইন ডেস্ক

ক্রাইস্টচার্চে নিহত ছেলের জানাজায় এসে মারা গেলেন মা

ছবি : বন্দুকধারীর হামলায় নিহতদের দাফন কার্যক্রম (ফাইল)

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের আল-নূর মসজিদে বন্দুকধারীর গুলিতে নিহত ছেলের জানাজায় এসে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন মা। ছেলে হারানোর শোক কাটিয়ে ওঠার চেষ্টা করলেও শনিবার ছেলের জানাজায় এসে তিনিও মারা গেছেন। 

গত ১৫ মার্চ ক্রাইস্টচার্চের আল-নূর মসজিদে বন্দুকধারীর হামলায় মারা যান ফিলিস্তিনি বংশোদ্ভূত ৩৮ বছর বয়সী কামাল দারউইশ। সিডনিতে নিযুক্ত জর্ডান দূতাবাসের এক কর্মকর্তা বলেন, ক্রাইস্টচার্চে নিহত কামালের ৬৫ বছর বয়সী মা সউদ আব্দেল ফাত্তাহ মেইসেন আদওয়ান শনিবার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। 

পারিবারিক বন্ধু ইয়াসির মোহাম্মদ বলেন, কামালের মা শুক্রবার জর্ডান থেকে নিউজিল্যান্ডে পৌঁছেছিলেন। ছেলের জানাজায় অংশ নেয়ার জন্য শুক্রবার নিউজিল্যান্ডে আসেন তিনি। শনিবার সকালের দিকে না ফেরার দেশে চলে গেছেন তিনি। কারণ ছেলেকে হারিয়ে তিনি শোকে ভেঙে পড়েছিলেন।’

পুলিশের এক মুখপাত্র বলেন, চিকিৎসাধীন অবস্থায় নিহত এক ব্যক্তির স্বজন মারা গেছেন। এছাড়াও আরও এক মা মারা গেছেন।


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর