২৪ মার্চ, ২০১৯ ১২:১০

‘মুখে ভারত মাতা কি জয় বলা মানেই দেশপ্রেম নয়’

‘মুখে ভারত মাতা কি জয় বলা মানেই দেশপ্রেম নয়’

বেঙ্কাইয়া নাইডু

দেশের নাগরিকদের দেশপ্রেমের মানে বোঝালেন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু। দেশপ্রেম মানে মুখে ‘ভারত মাতা কি জয়’ বুলি আওড়ানো নয়। তা স্পষ্ট করে দেন উপরাষ্ট্রপতি। পাশাপাশি দেশের যুব সমাজকে ধর্ম ও জাতপাতের নিরিখে মানুষের মধ্যে বিভাজন তৈরি না করার আবেদন জানান তিনি।

রবিবার দিল্লি বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু বলেন, “দেশপ্রেম মানে ভারত মাতা কি জয় বলা নয়। সবার যাতে জয় হয় সেটাই দেশপ্রেম। কেউ যদি ধর্ম, জাত-পাত, শহর ও গ্রামের মধ্যে বিভাজন তৈরির চেষ্টা করে তার মুখে ভারত মাতা কি জয় বলা শোভা পায় না।”

জাতপাত ও ধর্ম নয়, তরুণ প্রজন্মকে দুর্নীতি, অশিক্ষা, দারিদ্রের বিরুদ্ধে লড়াই করে ‘নতুন ভারত’ তৈরির সংকল্প নিতে বলেন। উপরাষ্ট্রপতির কথায়, দেশের যুবসমাজের উচিত নতুন ভারত গঠনে উদ্যোগী হওয়া। যে ভারত হবে দুর্নীতি, অশিক্ষা, ভয় ও দারিদ্র মুক্ত। যেখানে জাতপাতের নামে বিভাজনের কোনও জায়গা থাকবে না।

বেঙ্কাইয়া নাইডু বলেন, “মূল্যবোধ বিসর্জন দিলে চলবে না। কিন্তু নেতিবাচককে বর্জন করতে হবে। ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করতে হবে। শান্তি প্রিয় হয়ে ওঠো এবং স্নেহশীল হও।”

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর