২৫ মার্চ, ২০১৯ ০৮:৪৩

ইসরায়েলকে ‘ডাকাতের রাষ্ট্র’ বললেন মাহাথির

অনলাইন ডেস্ক

ইসরায়েলকে ‘ডাকাতের রাষ্ট্র’ বললেন মাহাথির

ফাইল ছবি

ইসরায়েলকে ‘ডাকাতের রাষ্ট্র’ হিসেবে অভিহিত করে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বলেছেন, ইসরায়েল ছাড়া মালয়েশিয়ার সঙ্গে সব দেশেরই সম্পর্কই ভালো। গোলান অঞ্চল ইসরায়েলের নিয়ন্ত্রণে- এই ঘোষণা দেয়ার সময় হয়েছে যুক্তরাষ্ট্রের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন বক্তব্যের একদিন পর ইসরায়েলকে ‘ডাকাতদের রাষ্ট্র’ বললেন মাহাথির।

পাকিস্তানে তিন দিনের সফরকালে এক বক্তৃতায় মাহাথির বলেন, আমরা ইহুদীদের বিরুদ্ধে নই। তবে ফিলিস্তিনে যা করছে এজন্য তাদের স্বীকৃতি দিতে পারবো না আমরা। আপনারা একটি রাষ্ট্রের হয়ে অন্য কারও ভূমি দখল করতে পারেন না। এটা ডাকাতদের রাষ্ট্রের মতো কাজ।

উল্লেখ্য, ১৯৬৭ সালে আরব-ইসরায়েল যুদ্ধের সময় গোলান মালভূমি দখল করে নেয় ইসরায়েল। তবে বিশ্বের কোনও দেশ তার স্বীকৃতি দেয়নি। এমনকি জাতিসংঘও এখন পর্যন্ত গোলানকে ইসরায়েলের অংশ বলে স্বীকৃতি দেয়নি।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর