২৫ মার্চ, ২০১৯ ০৯:০৭
খবর বিজনেস স্ট্যান্ডার্ড'র

ভারতের হামলা, জাতীয় পতাকা কেন উল্টে রাখলো পাকিস্তানি সেনারা?

অনলাইন ডেস্ক

ভারতের হামলা, জাতীয় পতাকা কেন উল্টে রাখলো পাকিস্তানি সেনারা?

সংগৃহীত ছবি

ভারতীয় সেনাবাহিনীর গুলিতে ধ্বংস হয়ে যাওয়া পাকিস্তানি সেনা ছাউনিতে দেখা গেল উল্টানো পাকিস্তানি জাতীয় পতাকার ছবি। গতকাল রবিবার সেই ছবি প্রকাশ করেছে ভারতীয় সেনাবাহিনী। 

জানা যায়, জম্মু-কাশ্মীরের আখনুর সেক্টরের কাছে দুই দিন আগে দু’‌দেশের সেনাবাহিনীর গোলাগুলিতে ধ্বংস হয়ে গিয়েছিল পাকিস্তানি সেনার ওই ছাউনিটি। গুঁড়িয়ে যাওয়া ওই ছাউনিতেই নিজেদের জাতীয় পতাকা উল্টে রেখেছে পাকিস্তানি সেনা। 

সেনা সূত্রে খবর, নিজেদের জাতীয় পতাকা নিজেরাই উল্টে রাখা আসলে বিপদ বার্তা বা ‘‌এসওএস সিগনাল’‌, যা ইঙ্গিত করে চরম বিপদ বা বিধ্বংসের। 

ভারতীয় সেনা জানিয়েছে, দু’‌দিন আগে আখনুর সেক্টরের কাছে পাকিস্তানি সেনা নিজেরাই নিজেদের ওই ছাউনি ধ্বংস করছিল। আখনুর সেক্টরে পাকিস্তানি সেনারা গোলাগুলি ছুড়তে শুরু করেছিল। সেসময় ভারতীয় সেনাবাহিনী পাল্টা জবাব দিলে তাদের সরাসরি গুলিতে ওই পাকিস্তানি সেনা ছাউনিটি গুঁড়িয়ে যায়।  


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর