শিরোনাম
২৫ মার্চ, ২০১৯ ১১:১৫

প্রেসিডেন্ট ট্রাম্পের সেরা দিন

অনলাইন ডেস্ক

প্রেসিডেন্ট ট্রাম্পের সেরা দিন

২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার সঙ্গে আঁতাত নিয়ে কম হেনস্থার শিকার হতে হয়নি ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে তাকে অনেকবার কথা বলতে হয়েছে। তাকে অভিসংশন করা হবে এমন শঙ্কাও ছিল। কিন্তু এখন বিরোধী দল ডেমোক্রেটরা যদি হোয়াইট হাউস থেকে প্রেসিডেন্ট ট্রাম্পকে সরিয়ে দিতে চায়  তবে তা ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে সম্ভব নয়। একমাত্র ব্যালটের মাধ্যমে ট্রাম্পকে সরানো সম্ভব। কারণ বিশেষ পরামর্শক রবার্ট মুলার তার দীর্ঘ তদন্তে রাশিয়ার সঙ্গে ট্রাম্পের নির্বাচনী প্রচারণা দলের কোনো যোগসাজশের প্রমাণ পাননি।

২২ মাস ধরে ট্রাম্পের ওপর যে মেঘ ছেয়ে ছিল তা সরে গেছে, দীর্ঘ সময় ধরে কাঁধের ওপর যে দোষের ভার ট্রাম্প বয়ে চলেছিলেন তা সরে গেছে। নিঃসন্দেহে বলা যেতে পারে ২০১৭ সালের জানুয়ারি শপথ গ্রহণের পর এটিই ট্রাম্পের জীবনের সবচেয়ে সেরা দিন। ট্রাম্পকে শতভাগ নির্দোষ আখ্যা দিয়েছেন মুলার। তিনি জানিয়েছেন, ট্রাম্পের নির্বাচনী প্রচারণা দল রাশিয়ার সাথে কোনো ষড়যন্ত্র কিংবা সহযোগিতা করেনি।   
সূত্র: বিবিসি

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর