২৬ মার্চ, ২০১৯ ১৪:৩৪

বোমা হুমকির মধ্যে সিঙ্গাপুর এয়ারলাইন্স ফ্লাইটের নিরাপদ অবতরণ

অনলাইন ডেস্ক

বোমা হুমকির মধ্যে সিঙ্গাপুর এয়ারলাইন্স ফ্লাইটের নিরাপদ অবতরণ

বোমার হুমকির মধ্যেই মধ্যে মঙ্গলবার সকালে চাংগি বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছে সিঙ্গাপুরের এয়ারলাইন্সের একটি ফ্লাইট। বিমানটিতে যাত্রী ছিল ২৬৩ জন। পুলিশ জানিয়েছে, বিমানে কোনো সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি।

হুমকির বিষয়ে পুলিশকে জানানো হয়েছিল সকাল ৫টা ৪৮ মিনিটে। সকাল ৮টায় এসকিউ ফ্লাইট ৪২৩ কে সিঙ্গাপুরের বিমান বাহিনীর সহায়তায় নিরাপদে অবতরণ করানো হয়। এ ঘটনায় একজন নারী ও একটি শিশুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। 

প্রাথমিকভাবে জানা গেছে, রাত ১১.৩৫ মিনিটে বিমানটি মুম্বাই ত্যাগ করার পর একটি কল আসে। যাতে বলা হয়ে বিমানে বোমা রাখা আছে। 

হুমকির বিষয়টি নিশ্চিত করে সিঙ্গাপুরে এয়ারলাইন্সের মুখপাত্র বলেন, 'আমরা কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে তদন্তে সহযোগিতা করছি। এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে না পারায় আমরা আন্তরিকভাবে দুঃখিত।' সূত্র: জাকার্তা পোস্ট

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর