২১ জানুয়ারি, ২০২০ ০৬:৫১

ইরাকের মার্কিন দূতাবাসে পরপর ৩টি রকেট হামলায় আতঙ্ক

অনলাইন ডেস্ক

ইরাকের মার্কিন দূতাবাসে পরপর ৩টি রকেট হামলায় আতঙ্ক

ফাইল ছবি

ইরাকের মার্কিন দূতাবাসে পরপর ৩টি রকেট হামলার ঘটনা ঘটেছে। এই হামলায় মুহূর্তে বিপদ সংকেত বেজে ওঠে পুরো এলাকায়। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে কোনো হতাহতের খবর না পাওয়া যায়নি। বাগদাদের গ্রিন জোন যেখানে একাধিক সরকারি অফিস এবং অন্যান্য অফিসও রয়েছে সেখানে পরপর তিনটি রকেট হামলার ঘটনা ঘটেছে। খবর দ্য গার্ডিয়ানের।

গণমাধ্যমটি বলছে, তিনটি রকেট জাফারানিয়া জেলা যা মূলত বাগদাদের বাইরে। তিনটির মধ্যে দুটি রকেত মার্কিন দূতাবাসের একদম কাছে এসে পড়ে। সঙ্গে সঙ্গেই বেজে ওঠে সাইরেন। এই ঘটনায় এখনও কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি। সোশ্যাল মিডিয়ায় কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে, দূতাবাস চত্বরে জরুরি সাইরেন বাজছে। সাম্প্রতিক সময়ে এই একই ঘটনা একাধিকবার ঘটেছে, সেই রেশ এখনও কাটেনি। শুরু হয়েছে ইরান-আমেরিকা সম্পর্কে টানাটানি।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর