৫ জুন, ২০২০ ০৪:৫২

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প

অনলাইন ডেস্ক

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প

প্রতীকী ছবি

সারা বিশ্বের মতো করোনার বিরুদ্ধে লড়াই করছে ইন্দোনেশিয়া। এরই মধ্যে বৃহস্পতিবার দুপুরে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দেশটি। রিখটার স্কেলে এদিনের কম্পনের মাত্রা ৬.৮। যদিও সুনামির কোনও আশঙ্কা নেই বলে জানানো হয়েছে।

ভূমিকম্পের তীব্রতা নিয়ে প্রথমে ভিন্ন তথ্য জানিয়েছিল আবহাওয়া দফতর। কম্পনের মাত্রা ৭.১ বলে প্রাথমিকভাবে জানানো হয়েছিল। পরে তা সংশোধন করা হয়। এ টি ৬.৮ মাত্রার ভূমিকম্প ছিল বলে জানান সংশ্লিষ্ট সরকারি দফতরের মুখপাত্র।

পালাউ মারোতাই জেলার দারুবা গ্রামের ৮৯ কিলোমিটার উত্তর-পশ্চিমে এ দিনের ভূমিকম্পের কেন্দ্রবিন্দু ছিল। সমুদ্রগর্ভের ১১২ কিলোমিটার গভীরে কম্পন সৃষ্টি হয়। যদিও এখনও কোনও সুনামির সতর্কতা জারি করা হয়নি। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সাধারণ মানুষের সমুদ্রে নামার উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর