১১ আগস্ট, ২০২০ ০৭:৩২

চীন-মার্কিন সম্পর্কে নতুন উত্তেজনা

অনলাইন ডেস্ক

চীন-মার্কিন সম্পর্কে নতুন উত্তেজনা

চীন-মার্কিন সম্পর্কে উত্তেজনা করোনাভাইরাস মহামারির পর গত কয়েক মাস ধরেই বাড়ছে। এবার চীন ওয়াশিংটনের বিরুদ্ধে যে পদক্ষেপ নিয়েছে, তা এই উত্তেজনাকে আরও তীব্র করে তুলতে পারে। খবর বিবিসি বাংলার।

চীন ১১ জন মার্কিন নাগরিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে। গত সপ্তাহে চীনা নাগরিকদের বিরুদ্ধে ওয়াশিংটনের জারি করা একই ধরণের নিষেধাজ্ঞার জবাবে তারা এই পদক্ষেপ নিল। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, হংকং এর ইস্যুতে এরা খুবই আপত্তিজনক আচরণ করেছে। নিষিদ্ধ ১১ জনের মধ্যে আছেন ৫ জন মার্কিন সেনেটর।

এদিকে মার্কিন স্বাস্থ্যমন্ত্রী আলেক্স আজারের তাইওয়ান সফর নিয়েও কূটনৈতিক উত্তেজনা বাড়ছে। তাইওয়ান সফরে গিয়ে দেশটির গণতন্ত্রের প্রশংসা করেছেন মার্কিন স্বাস্থ্যমন্ত্রী। তাইওয়ানে মার্কিন স্বাস্থ্যমন্ত্রীর এই সফরে চীন ভীষণভাবে ক্ষুব্ধ। চীন তাইওয়ানকে তার নিজের দেশের অংশ বলে মনে করে।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর