২৮ মে, ২০২২ ১২:৫৪

ডোনবাস ইউক্রেনেরই থাকবে, বললেন দৃঢ়প্রতিজ্ঞ জেলেনস্কি

অনলাইন ডেস্ক

ডোনবাস ইউক্রেনেরই থাকবে, বললেন দৃঢ়প্রতিজ্ঞ জেলেনস্কি

ভলোদিমির জেলেনস্কির ছবির উপর আল-জাজিরার নিউজের স্ক্রিনশট

ডোনবাস (লুহানস্ক ও ডোনেটস্ক) অঞ্চল ইউক্রেনেরই থাকবে বলে দৃঢ়প্রতিজ্ঞা ব্যক্ত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

শুক্রবার রাতে এক ভিডিও ভাষণে এই প্রতিজ্ঞা ব্যক্ত করেন তিনি।

এ সময় তিনি দাবি করেন, রাশিয়া লিমান শহরকে দখল করেছে এবং সিভেরোডোনেটস্ক হামলা চালিয়ে যাচ্ছে।

জেলেনস্কি বলেন, “আমাদের বর্তমান প্রতিরক্ষা ব্যবস্থা যতটা সম্ভব আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইউক্রেন তার ভূমি রক্ষা করবেই।”

তিনি বলেন, “যদি দখলদারের মনে করে যে লিম্যান বা সিভেরোডোনেটস্ক তাদের হবে, তবে তারা ভুল করছে। ডোনবাস ইউক্রেনেরই থাকবে।সূত্র: আল-জাজিরা 

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর