২৯ জানুয়ারি, ২০২৩ ০১:৫৯

ইসরায়েল-ফিলিস্তিন উত্তেজনার ‘তীব্রতা বৃদ্ধি’ নিয়ে সৌদি আরবের সতর্কতা

অনলাইন ডেস্ক

ইসরায়েল-ফিলিস্তিন উত্তেজনার ‘তীব্রতা বৃদ্ধি’ নিয়ে সৌদি আরবের সতর্কতা

২০২২ সালে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে সহিংসতায় অন্তত ২০০ জন ফিলিস্তিনি ও ২৬ জন ইসরায়েলি নিহত হন

ইসরায়েল-ফিলিস্তিনের মধ্যে উত্তেজনা বিপদজনক মাত্রায় বৃদ্ধি পেয়েছে। এটা নিয়ে সতর্কতা জানিয়েছে সৌদি আরব। মুসলিম উম্মাহর নেতৃত্বস্থানীয় দেশটি দুইপক্ষের মধ্যে শান্তিপ্রক্রিয়া পুনর্জীবিত করার আহ্বান জানিয়েছে।

সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে,  বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার সকল কর্মকাণ্ডকে সৌদি আরব নিন্দা জানায়। বিবৃতিতে দখলদারিত্বের ইতি টেনে শান্তি প্রক্রিয়া শুরু করারও আহ্বান জানিয়েছে রিয়াদ।

গত সপ্তাহে ইসরায়েল সেনাদের এক অভিযানে অন্তত ১৯ জন ফিলিস্তিনি নিহত হয়। এরপর শুক্রবার এক ফিলিস্তিনির গুলিতে ৭ ইহুদি নাগরিক নিহত হয়। এটা নিয়ে দুইপক্ষের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। 

আল আরাবিয়ার খবরে বলা হয়েছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বান উপেক্ষা করে ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে প্রাণঘাতী সংঘাতের ঘটনা যে বাড়ছে, এই হামলা তার নজির।

ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে সহিংসতার ঘটনায় মৃত্যুর হিসাব দিয়েছে এএফপি। তাতে দেখা যাচ্ছে, ২০২২ সালে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে সহিংসতায় অন্তত ২০০ জন ফিলিস্তিনি ও ২৬ জন ইসরায়েলি নিহত হয়েছেন। প্রাণঘাতী এসব সংঘাতের বেশির ভাগই হয়েছে ইসরায়েলের দখল করা পশ্চিম তীরে।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর