২৮ মার্চ, ২০২৪ ১৭:৫৬

যুক্তরাষ্ট্রের ইলিনয়ে ছুরিকাঘাতে নিহত ৪

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের ইলিনয়ে ছুরিকাঘাতে নিহত ৪

জরুরি সেবার গাড়ি ঘটনাস্থলে

মার্কিন যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের রকফোর্ড শহরে এক কিশোরীসহ চারজনকে ছুরিকাঘাতে হত্যা করলেন এক ব্যক্তি।

স্থানীয় সময় বুধবার বিকালে শহরের একাধিক স্থানে এই হামলা চালান তিনি। এতে সাতজন আহত হয়েছেন। 

পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে ১৫ বছর বয়সী এক কিশোরী, ৬৩ বছর বয়সী নারী ও ৪৯ ও ২২ বছর বয়সী দুই পুরুষ রয়েছে।

এক বিবৃতিতে রকফোর্ড শহরের পুলিশ জানিয়েছে, এসব হামলার জন্য দায়ী সন্দেহে ২২ বছর বয়সী এক তরুণকে আটক করেছে পুলিশ।

পুলিশের বিবৃতিতে পাঁচ আহত ব্যক্তির কথা বলা হলেও মার্কিন গণমাধ্যমে বলা হয়েছে, আহতের সংখ্যা সাত।

সন্দেহভাজন ব্যক্তি পুলিশের হেফাজতে আছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে এপিকে জানান রকফোর্ড পুলিশ প্রধান কারলা রিড। তিনি আরও জানান, আহত এক ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক।

কারলা জানান, রকফোর্ড পুলিশ দুপুর ১টা বেজে ১৪ মিনিটে ফোনের মাধ্যমে চিকিৎসা সহায়তার অনুরোধ পায়। পরবর্তীতে পুলিশ ও চিকিৎসাকর্মীর জন্য আরও বেশ কয়েকটি কল পান তারা।

কারলা বলেন, 'আমরা মনে করছি না এ ঘটনার সঙ্গে জড়িত আর কোনো সন্দেহভাজন ব্যক্তি পলাতক আছেন। কেন এই ব্যক্তি এ ধরনের ঘৃণ্য অপরাধে জড়িত হলেঅ, সেই কারণ এ মুহূর্তে আমাদের জানা নেই।’

শিকাগো থেকে ৯০ মাইল উত্তর-পশ্চিমে রকফোর্ড শহরের অবস্থান।
 
সূত্র : এএফপি, বিবিসি

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর