১৬ এপ্রিল, ২০২৪ ১৭:২৪

ইরানের কনস্যুলেটে ইসরায়েলি হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: জাতিসংঘের বিশেষজ্ঞ

অনলাইন ডেস্ক

ইরানের কনস্যুলেটে ইসরায়েলি হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: জাতিসংঘের বিশেষজ্ঞ

জাতিসংঘের একজন বিশেষজ্ঞ বলেছেন, ইরানের কনস্যুলেটে ইসরায়েলি হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।

খবর অনুসারে, ইরানের কনস্যুলেটে প্রাণঘাতী হামলার জন্য দায়ী ইসরায়েলি সামরিক কর্মী ও বেসামরিক কর্মকর্তারা ১৯৭১ সালের সন্ত্রাসবিরোধী আন্তর্জাতিক চুক্তির অধীনে ‘অপরাধ’ করে থাকতে পারেন বলে মনে করছেন জাতিসংঘের আইন বিশেষজ্ঞরা।

বিদেশে সামরিক অভিযানে নির্বিচারে ব্যক্তিদের জীবনের অধিকার থেকে বঞ্চিত করা সব দেশের জন্যই নিষিদ্ধ।

তিনি বলেন, বিদেশি ভূখণ্ডে হত্যাকাণ্ড স্বেচ্ছাচারী হয়ে ওঠে যখন তা আন্তর্জাতিক আইনে অনুমোদিত নয়। ইসরায়েলের আক্রমণ সনদের অনুচ্ছেদ ২(৪) এর অধীনে অন্য রাষ্ট্রের বিরুদ্ধে সশস্ত্র শক্তি ব্যবহারের নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছে। শুধু ইরানের সশস্ত্র বাহিনীর বিরুদ্ধেই নয়, সিরিয়ার ভূখণ্ডের বিরুদ্ধেও অবৈধ শক্তি প্রয়োগ করা হয়েছে। ইসরায়েলের হামলা অবৈধভাবে সংযুক্ত সিরিয়ার ভূখণ্ড গোলান মালভূমি থেকে আংশিকভাবে করা হয়।

জাতিসংঘের বিশেষজ্ঞরা বলেছেন, ইসরাইলের ওপর ইরানের পাল্টা হামলাও আন্তর্জাতিক আইন অনুযায়ী নিষিদ্ধ শক্তি প্রয়োগ ।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর