১৬ এপ্রিল, ২০২৪ ২১:৫৮

লেবাননে বিমান হামলায় হিজবুল্লাহ কমান্ডার নিহত, গাজায় নিহত ১১ শিশু

অনলাইন ডেস্ক

লেবাননে বিমান হামলায় হিজবুল্লাহ কমান্ডার নিহত, গাজায় নিহত ১১ শিশু

ইসরায়েলি সেটলাররা ফিলিস্তিনিদের বাড়ি ও গাড়িতে আগুন ধরিয়ে দেয়

ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, দক্ষিণ লেবাননের আইন বাল শহরে এক বিমান হামলায় তারা হিজবুল্লাহ কমান্ডার ইসমাইল ইউসেফ বাজকে হত্যা করেছে।

ইহুদি সেনাবাহিনী বলেছে, বাজ হিজবুল্লাহর সামরিক শাখার একজন জ্যেষ্ঠ ও অভিজ্ঞ কর্মকর্তা ছিলেন। তিনি লেবাননের উপকূলীয় এলাকা থেকে ইসরায়েলে রকেট ও ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের অগ্রগতি ও পরিকল্পনায় জড়িত ছিলেন। 

তবে এটা নিয়ে হিজবুল্লাহ এখনও কোনো মন্তব্য করেনি। গত ৭ অক্টোবরের পর থেকে ইসরায়েল ও হিজবুল্লাহ পরস্পরকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে। 

এদিকে গত ৪৫ মিনিটের ব্যবধানে আল-মাঘাজি শরণার্থী শিবিরে ভয়াবহ হামলা চালানো হয়েছে। একদল মানুষকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে একটি ইসরায়েলি ড্রোন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা প্রত্যক্ষদর্শীদের বরাতে বলেছে, নিহতরা হলো শরণার্থী ক্যাম্পের কাছে স্থাপিত একটি খেলার মাঠের একদল শিশু। এই শিশুরা নিয়মিত এই খেলার মাঠে আসতো। হামলায় মোট ১১ জন শিশু নিহত হয়েছে। সঙ্গে এলাকার কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। হামলার ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিরা শিশুদের ছিন্নভিন্ন হয়ে যাওয়ার ভয়াবহ দৃশ্যের বর্ণনা দিয়েছেন।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর