২০ এপ্রিল, ২০২৪ ১৭:২৮

তুরস্কে হামাস প্রধান হানিয়া, এরদোয়ানের সঙ্গে আলোচনা

অনলাইন ডেস্ক

তুরস্কে হামাস প্রধান হানিয়া, এরদোয়ানের সঙ্গে আলোচনা

গতকাল শুক্রবার সন্ধ্যায় তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছেছেন ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের নেতা ইসমাইল হানিয়া। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে আলোচনা করতেই তার এই সফর।

হামাসের পক্ষ থেকে জানানো হয়েছে, হানিয়া-এরদোয়ান চলমান গাজা সংঘাত নিয়ে আলোচনা করবেন। গাজার শাসকগোষ্ঠী হামাসের রাজনৈতিক শাখার প্রধান হানিয়া। তুরস্ক সফরে তার সঙ্গে হামাসের একটি প্রতিনিধিদল রয়েছে।

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় নিহত ব্যক্তির সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়ে গেছে। এমন প্রেক্ষাপটে এরদোয়ানের সঙ্গে আলোচনার জন্য হানিয়া তুরস্কে গেলেন।

বর্তমানে গাজা থেকে খানিকটা ঘুরে গেছে বিশ্ব নজর। এই সংঘাতে নতুন মাত্রা যোগ করেছে ইরান ইসরায়েল হামলা-পাল্টা হামলা। তেলআবিব-তেহরানের নতুন দ্বন্দ্বে মধ্যপ্রাচ্যে নতুন সংঘাতের সূচনা হয়েছে। অনেকে এই সংঘাত বৈশ্বিক রূপ নেয়ার শঙ্কাও করছেন।
 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর